দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপাবলির পর ফের গ্যাসের দাম নিয়ে সুখবর। প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে। কিন্তু কালীপুজো, ভাইফোঁটা মিটতেই বড় সিদ্ধান্ত নেওয়া হল। 16 নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হয়েছে। এদিন বদলানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি সিলিন্ডারে দাম 57.50 টাকা কমানো হয়েছে। যদিও, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ 14 কেজির সিলিন্ডারের দাম একই রয়েছে। সরকারি তেল সংস্থা IOCL -এর প্রদত্ত তথ্য অনুযায়ী, 16 নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা সস্তা হয়েছে।