Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Business

1 year ago

stock market:ছ'দিন পতনের পর কিছুটা ছন্দে শেয়ার বাজার, ৬৩৪ পয়েন্ট উঠল সেনসেক্স

stock market
stock market

 

মুম্বই : শেয়ার বাজারের দুর্দিন কিছুটা কাটল। ১৮ অক্টোবর থেকে সাত দিনে ৩২৭৯.৯৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক, পাল্লা দিয়ে বড় ক্ষতির মুখে পড়েছিল নিফটিও। সপ্তাহের শেষ দিন ছন্দে ফিরল শেয়ার বাজার।

 সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজারের সূচক। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ৬৩৪.৬৫ পয়েন্ট উঠে ৬৩,৭৮২.৮০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৯০.৯০ পয়েন্ট বেড়ে ১৯০৪৭.২৫ পয়েন্টে থামল নিফটি।

সেক্টরগুলির তালিকায়  ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সব সেক্টরই লাভের ঘরে শেষ করেছে। বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে ইউটিলিটি, মিডক্যাপ সিলেক্ট, পাওয়ার। এনএসইতে এ দিন লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, মাইক্রোক্যাপ ২৫০। এর মধ্যে সরকারি ব্যাঙ্ক লাভের পরিমাণ ৪.১১ শতাংশ।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের শেষ দিন সেনসেক্সে লাভ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, স্টেট ব্যাঙ্ক, টাটা মোটরস, এটিপিসি। নিফটিতে এই তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, কোল ইন্ডিয়া, আদানি এন্টারপ্রাইজ়, স্টেট ব্যাঙ্ক। সেনসেক্সে ক্ষতির মুখে পড়েছে এশিয়ান পেন্টস, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি। সেনসেক্স এবং নিফটিতে লাভের তালিকায় শীর্ষে থাকা অ্যাক্সিস ব্যাঙ্কের লাভের পরিমাণ যথাক্রমে ৩.০৭ এবং ৩.১৬ শতাংশ।


You might also like!