Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Horoscope

1 year ago

Rashifal : আজকের দিন ০৭ নভেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার দিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষরাশিঃ ব্যবসায় অশান্তি হতে পারে ,  প্রিয় জনের শরীর নিয়ে চিন্তা থাকবে, পড়াশোনার জন্য দূরে যেতে হতে পারে, অর্থ উপার্যন ভালই হবে , শারীরিক পীড়া বাড়তে পারে , আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। 


বৃষরাশিঃ বেড়াতে গিয়ে বিপদ আসতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে, প্রেমে বাধা আসবে, শেয়ারে লাভ হতে পারে, ভাইবোনের ব্যবহার মনে আঘাত দিতে পারে । 


মিথুনরাশিঃ সারা দিন আনন্দের ভিতর দিয়ে কাটতে পারে, ব্যবসায় খুব ভাল সুযোগ পাবেন, আজ কোনও কঠিন সমস্যার সমাধান করতে পারবেন, আজ সবার কাছে খুব গুরুত্ব পাবেন।


কর্কটরাশিঃ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে , জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি আসবে , জটিল কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন , সম্পত্তি নিয়ে আইনি সাহায্য মিলবে। 


সিংহরাশিঃ ব্যবসায় অর্থাভাব থাকবে , বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন, সংসারে অশান্তি বিচ্ছেদ ডেকে আনতে পারে, অফিসে কাজের চাপ বাড়বে।


কন্যারাশিঃ সদুপায়ে আয় বৃদ্ধি , কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে, বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন ,  কোনও কারনে আইনি পরামর্শ নিতে হতে পারে।


তুলারাশিঃ  কর্মস্থানে বড় কোনও দায়িত্ব নিতে হতে পারে, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি, কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে।



বৃশ্চিকরাশিঃ দিনটি মিশ্র ভাবে কাটবে আজ, নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, আত্মীয়দের সঙ্গে সংসার বিবাদের আশঙ্কা, সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। 


ধনুরাশিঃ ব্যবসায়িক সাফল্য পাবেন, প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত আসতে পারে, গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলু্‌ন , কাজে ব্যাঘাত আসতে পারে।


মকররাশিঃ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন, মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন, চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভাল, শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে, সতর্ক থাকুন নচেৎ আর্থিক ক্ষতি হতে পারে। 


কুম্ভরাশিঃ কর্মস্থানে একটু ব্যস্ত থাকতে হবে , অংশীদারি ব্যবসায় লাভ বৃদ্ধির চেষ্টা , পেটের সমস্যা বাড়তে পারে , বিনিয়োগ বাড়াতে পারেন।


মীনরাশিঃ ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে , ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন , অফিসে কোনও কজে সাহসের পরিচয় দিতে হবে ,শারীরিক পীড়া বাড়তে পারে , কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা হতে পারে ।

You might also like!