১) মেষ রাশিঃ সম্পত্তি কেনা-বেচা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন মেষ রাশির জাতকদের। একাধিক উৎস থেকে উপার্জন করতে পারবেন। কোনও হিতাকাঙ্খী বন্ধুর সাহায্যে আকস্মিক বিপদ থেকে রক্ষা পাবেন। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকাই ভালো হবে।
২) বৃষ রাশিঃ শত্রুদের কূটনৈতিক চক্রান্ত আজ ব্যর্থ হবে। বৃষ রাশির জাতকদের চাকরি বা পেশা পরিবর্তনের যোগ থাকছে। কাউকে বিশ্বাস করে গোপন কথা জানালে আর্থিক ক্ষতি হতে পারে। ফাটকা ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। পুরস্কার, বৃত্তি বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যায্য প্রাপ্তিতে আজ বিলম্ব হতে পারে।
৩) মিথুন রাশিঃ আজ গলার সমস্যায় কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতকরা। আর্থিক প্রলোভন আসতে পারে। ব্যবসায় ফল লাভে বাধা পাবেন। মায়ের শারীরিক অসুস্থতা আপনার উৎকণ্ঠার কারণ হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসবে। আমদানি রপ্তানির বাণিজ্যে আজ লাভবান হবেন।
৪) কর্কট রাশিঃ গুরুপাক আহারে হজমের সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ বা রক্ত সম্পর্কিত সমস্যায় কষ্ট পেতে পারেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মানের উন্নতি হবে। স্নায়ুর রোগের প্রকোপ বাড়বে। পুরোনো কোনও কাজ নিয়ে আজ চিন্তা বাড়তে পারে। ঝুঁকির কাজ এড়িয়ে চলুন। আয় বাড়বে। কাজের সূত্রে বিদেশযাত্রা হতে পারে।
৫) সিংহ রাশিঃ উচ্চশিক্ষায় সুফল লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের শত্রুতায় বিড়ম্বনায় পড়তে পারেন। হাঁপানি ও ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের বিয়ের সম্বন্ধ স্থির হতে পারে। যৌথ বা অংশীদারি ব্যবসা আজ লাভজনক হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে।
৬) কন্যা রাশিঃনতুন কোনও কাজের উদ্যোগ নিলে সফল হবেন কন্যা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীর শত্রুতার মুখে পড়তে পারেন। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন কোনও সুযোগ পেতে পারেন। মূল্যবান বস্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে।
৭) তুলা রাশিঃ প্রশাসনিক উচ্চপদে আজ কাজের দায়িত্ব পেতে পারেন তুলা রাশির জাতকরা। গুরুজনের সঙ্গে মতান্তর হওয়ার কারণে আপনি দুঃখ পাবেন। কর্মক্ষেত্রে অন্যত্র বদলি হতে পারেন। ব্যক্তিগত সম্পর্কে মাধুর্য আসবে। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন।
৮) বৃশ্চিক রাশিঃ চামড়ার জুতো এবং কৃষিজ পণ্যের ব্যবসা আজ লাভজনক হবে। সঠিক চিকিৎসায় রোগমুক্তির সম্ভাবনা রয়েছে। বয়স্ক ব্যক্তিরা ইউরিনারি সমস্যায় ভুগতে পারেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় আজ লোকসান হতে পারে। আজ নতুন গাড়ি কিনতে পারেন। অর্থের অপচয় কম করলে টাকা জমাতে পারবেন।
৯) ধনু রাশিঃ কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। শরীর খারাপ হওয়ায় উদ্বেগ বাড়বে। বিলাসিতা করতে গিয়ে অহেতুক খরচা বাড়বে। সন্তানকে নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আপনার চিন্তাধারা এবং কার্যক্রম আধুনিক হওয়ায় ব্যবসা অত্যধিক লাভজনক হবে।
১০) মকর রাশিঃ মকর রাশির জাতকদের অংশীদারি ব্যবসায় ঝামেলা আসতে পারে। কুটুম্বিতা করতে গিয়ে অতিরিক্ত খরচ হবে আপনার। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। আঘাতপ্রাপ্তির যোগ আছে। প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডা থেকে দূরে থাকুন। জনহিতকর কোনও কাজের কারণে অর্থ ব্যয় হবে।
১১) কুম্ভ রাশিঃ বহু পরিশ্রমে শারীরিক ভাবে আপনি ক্লান্ত হবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। সপরিবারে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দালালি বা কমিশনভিত্তিক কাজে লাভবান হতে পারেন। ঋণ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য আজ কোনও বড় পদক্ষেপ আপনি করতে পারেন।
১২) মীন রাশিঃ আর্থিক ঝুঁকি আজ না নেওয়াই ভালো। পর্যটনের ব্যবসা লাভজনক হবে। পরিবারের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্বেগ বাড়বে। নিজের কাজ নিয়ে আপনি দিশাহীনতায় ভুগতে পারেন। বিলাস দ্রব্য কিনতে গিয়ে অতিরিক্ত অর্থব্যয় হবে। উঁচুস্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।