Horoscope

9 hours ago

Shivratri 2025 Horoscope: ১৪৯ বছর পর শিবরাত্রিতে বিরল শুভ যোগ, উজ্জ্বল হবে ৩ রাশির ভাগ্যচক্র!

Maha Shivratri 2025 (Symbolic picture)
Maha Shivratri 2025 (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে গ্রহর অবস্থানের গুরুত্ব আসীম। গ্রহর অস্থানের উপর নির্ভর করে মানুষের ভাগ্য। প্রতিবছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি উৎসব। চলতি বছর মহা শিবরাত্রি ব্রত পালিত হবে ২৬শে ফেব্রুয়ারি। এদিন অতন্ত বিরল যোগ তৈরি হতে চলেছে। যার প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর ভগবান শিবের বিশেষ কৃপা থাকবে। চলতি বছর মহা শিবরাত্রিতে সম্পদের দাতা শুক্র মীন রাশিতে প্রবেশ করবে এবং তৈরি হবে মালব্য রাজযোগ। শুক্র, মীন রাশিতে রাহুর সঙ্গে সংযোগ তৈরি করবে। কুম্ভ রাশিতে,শনি, সূর্য, চন্দ্র উপস্থিত থাকবে। আর যে কারণে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এর ফলে ভীষণভাবে লাভবান হবেন কয়েক রাশির জাতকেরা। 

মহাশিবরাত্রিতে অনেক বিরল যোগ তৈরি হচ্ছে। মহাশিবরাত্রির দিনে সূর্য, চন্দ্র ও শনির একটি বিশেষ ত্রিগ্রহী যোগ গঠিত হবে। এই যোগ সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক।

 * সিংহ রাশিঃ  সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র, টেলিভিশন, মিডিয়া ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার চাকরি থেকে ব্যবসাতে সফলতা আসবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এসময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। মনে সুখ, শান্তি বিরাজ করবে।

* মেষ রাশিঃ মেষ রাশির জাতক-জাতিকাদের শিবরাত্রির দিন থেকে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা ব্যবসাতে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনি বিশেষ সহযোগিতা পাবেন। মহা শিবরাত্রি থেকে অবিবাহিতদের জীবনে শুভ সময় শুরু হবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের শুভ সময় এটি। এইসময় আত্মবিশ্বাস বাড়তে থাকবে। 

 * মিথুন রাশিঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের শিবরাত্রির দিন থেকে অত্যন্ত শুভ সময়। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। সম্মান বাড়তে থাকবে। এসময় কেরিয়ারে অত্যন্ত লাভ করতে পারবেন। পেশাগত জীবনেও আপনার ভালো সময় এটি। তাছাড়া বাবা মায়ের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।  

You might also like!