Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Game

10 months ago

Ballon d'Or Award 2022-'23 : এবার ব্যালন ডি'অর জয়ের দৌড়ে আছেন যারা

67th  Ballon d'Or Award 2022-'23  (File Picture)
67th Ballon d'Or Award 2022-'23 (File Picture)

 

লন্ডন, ২৩ মে : এখনও ৪ মাস বাকি ৬৭তম ব্যালন ডি'অরের নাম ঘোষণা। তবে এবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার কে পেতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। এ তালিকায় শীর্ষ পাঁচে যারা স্থান পেয়েছেন তাঁদের মধ্যে প্রথম স্থানে আছেন পিএসজির আর্জেন্টাইন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন মেসি। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন এই কিংবদন্তি। আর ক্লাবের পক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন মেসি। পিএসজিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জেতার দৌড়ে রেখেছেন তিনি। ফলে এবারও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথমে আছেন এই ফুটবল জাদুকর। এ বার জিতলে রেকর্ড অষ্টমবারের মতো ফুটবলের সেরা পুরস্কার পেয়ে যাবেন মেসি।

তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার অর্লিং হালান্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫৩ গোল এবং ৮ অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর জাদুকরি পারফরম্যান্সর জন্য ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে সিটিজেনদের। ফলে ব্যালন ডি’অর জয়ে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ২২ বছর বয়সী এই তরুণ তারকা ফুটবলার।

এই তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন পিএসজির আর এক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। চলমান সিজনে ৫২ গোল এবং ১৩ অ্যাসিস্ট করেছেন তিনি। ফ্রান্স দলকে কাতার বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এমবাপ্পে পিএসজিকে ট্রেবল জয়ের পথে রেখেছেন। ফলে ব্যালন ডি’অর জিততে পারেন এই ফরাসি ফুটবলারও। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র এই তালিকায় ৪ নম্বরে জায়গা পেয়েছেন। ২০২২-২৩ মৌসুমে ২৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। এরই মধ্যে কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন ভিনিসিয়াস। ফলে এ বছর ব্যালন ডি’অর জয়ের দাবিদার তিনিও।

আর এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এ মৌসুমে এখন পর্যন্ত ২৯ গোল ও ৬ অ্যাসিস্টি করেছেন তিনি। ভিনিসিয়াসের মতো কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন বেনজেমাও। যে কারণে ২০২৩ ব্যালন ডি’অর পাওয়ার দাবিদার তিনিও।



You might also like!