Game

3 weeks ago

Vinícius Jr.: ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

Vinícius Jr.
Vinícius Jr.

 

সান্তিয়াগো, ১০ নভেম্বর : সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা।ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বের্নাবেউয়ে গোল উৎসবে মাতল লা লিগা চ্যাম্পিয়নরা। ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচ দিয়ে ১৭৯ দিন পর গোলে করেছেন জুড বেলিংহামও।

তবে জয়ে ফেরার দিনে স্বস্তিতে থাকতে পারলো না রিয়াল মাদ্রিদ। কারন চোট পেয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ও মিলিতাওয়ের।এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ১২ ম্যাচে ২৭, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩।

You might also like!