Game

10 months ago

Sanskrit verse written on the IPL gold trophy:আইপিএলের সোনালি ট্রফির গায়ে সংস্কৃতে লেখা শ্লোক, জেনে নিন অর্থ

Tata ipl 203
Tata ipl 203

 

মুম্বাই, ২৭ মে : আর একদিন বাদেই আইপিএল জয়ীদের হাতে উঠবে একটা ঝাঁ চকচকে সোনালি রংয়ের ট্রফি। যার নীচে কারুকাজ করা থাকে ভারতের মানচিত্র। আর ট্রফির মাঝখানে লেখা থাকে এক সংস্কৃত শ্লোক -'যত্র প্রতিভা অবসর প্রাপ্যনতি’। এই শ্লোকের অর্থ কী জানেন? এটি এক প্রাচীন শাস্ত্রীয় শ্লোক। আর এই সঙস্কৃত শ্লোকটির অর্থ – যেখানে প্রতিভাকে সুযোগ দেওয়া হয়। এই শ্লোকের অর্থ একেবারেই সঠিক। কারণ এই টুর্নামেন্ট থেকেই তো

অনেক অপরিচিত মুখ সেরা পারফর্মেন্স করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। আইপিএল এমন একটা মঞ্চ, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে একই দলে একই মর্যাদায় মাঠে নামতে পারেন অনামী কোনও ক্রিকেটার। এখানে নেই সিনিয়র-জুনিয়রের ভেদাভেদ। বরং এখান থেকে একাধিক উঠে আসা তরুণ তুর্কির প্রতিভা দেখে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও মুগ্ধ হয়ে যান। অর্থাৎ আইপিএলের মঞ্চ থেকে তরুণ তুর্কিরা নিজের প্রতিভা যেমন প্রকাশ করতে পারেন, তেমনই নামি নামি ক্রিকেটারের কাছ থেকে অনেক কিছু শিখতেও পারেন।




You might also like!