দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন তিনি। এ বছর কলকাতা নাইট রাইডার্সের হেড মেন্টর ছিলেন গম্ভীর। তিনি যদি এখন টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে কেকেআরের মেন্টর হিসেবে।
উল্লেখ্য, গৌতম গম্ভীর কেকেআরে যোগ দেওয়ার পরে বেশ দশ বছর পর আইপিএলে জেতে কলকাতা আর আগে তাঁর নেতৃত্বে দুবার আইপিএল জিতেছিল কলকাতা। এবার গম্ভীর ছেড়ে গেলে সেই জায়গায় দ্রাবিড়কে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর যেটা অনেক সংবাদমাধ্যম দাবি করেছে। আবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি,দ্রাবিড়কে কোচ হিসেবে এখন অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজিস পেতে চাইছে। বিশ্বকাপ জয়ের পরেই সাংবাদিকদের মজা করে দ্রাবিড় সাহেব বলেছিলেন,"নতুন চাকরি খুঁজছি। আপনারা সাহায্য করুন।"