প্যারিস, ১৬ এপ্রিল : Aston Villa failed to advance to the semi-finals despite winning the second leg of the last eight 3-2 at Aston Villa Park on Tuesday night. PSG advanced to the semi-finals with a 5-4 aggregate lead after winning the first leg 3-1. Aston Villa, who lost the first leg, conceded two goals in the first half at home to Villa on Tuesday night. এর ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি এগিয়ে যায় ৪ গোলে। এরপর, দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে অ্যাস্টন ভিলা। বিরতির আগে এবং বিরতির পর ৩ বার পিএসজির জালে বল পাঠিয়ে পিএসজিকে চিন্তায় ফেলে ভিলা। কিন্তু বাকি সময়েও আক্রমণ করেও তারা ব্যবধান ঘোচাতে পারল না। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ভিলার কাছে হেরেও পিএসজি চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পৌছে গেল। আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস পিএসজির হয়ে গোল করেন। ভিলার হয়ে ৩টি গোল করেন ইউরি টিয়েলেমানস , ম্যাকগিন ও কন্সার। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া পিএসজি সেমি ফাইনালে আর্সেনাল অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে।