দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এবারের গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিলেন নাপোলির এই স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। গতবছর ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরই নাপোলি ছাড়ার ঘোষণা করেছিলেন ওসিমেন।
সেই সময় নাপোলির প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মরসুম শেষে ক্লাব ছাড়বেন ওসিমেন। তবে ওসিমেনের রিলিজ ক্লজ ১৩০ মিলিয়ন ইউরো হওয়ার জন্য ইউরোপের কোনও ক্লাবের পক্ষে এই টাকা বহন করা সম্ভব হচ্ছিল না । শেষ পর্যন্ত দলবদলের শেষ দিনে তুর্কির ক্লাব গালাতাসারাইতে ধারে যোগ দিয়েছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।
উল্লেখ্য গ্রীষ্মকালীন দলবদলে সবসময়ই আলোচনায় ছিলেন নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। তাঁকে কিনতে চেয়েছিল চেলসি ও পিএসজি। তবে তাঁর রিলিজ ক্লজের জন্য মুখ ফিরিয়ে নেয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব। এদিকে ওসিমেনের ১৩০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে তাকে নিতে রাজি ছিল সৌদি ক্লাব আল আহলি। তবে ওসিমেন সৌদি ক্লাবকে জানিয়ে দিয়েছিল এখনই ইউরোপ ছাড়তে রাজি নন তিনি। যার কারণে সৌদি ক্লাবটির প্রস্তাব ফিরিয়ে দেন ওসিমেন। তাই দলবদলের শেষ দিনে কোন ক্লাব তাকে নিতে আগ্রহ না দেখালে, শেষ পর্যন্ত তিনি তুর্কি ক্লাব গালাতাসারাইতে ধারে যোগ দেন।