Game

1 year ago

Nikhat Zareen:সমাজের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন নিখাত জারিন

Nikhat Zareen
Nikhat Zareen

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একবার ভারতের মহিলা বক্সাররা দেশের মুখ উজ্জ্বল করলেন। মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন নিখাত জ়ারিন। পর পর দু’বার ৫০ কিলো বিভাগে সোনা জিতলেন তিনি। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা এনে দিলেন জ়ারিন। জারিন ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। এদিন জ়ারিনের দ্বিতীয় বার সোনা জেতার পথে কোন সময়ই বাঁধা হয়ে উঠতে পারেননি তিনি।

জ়ারিনের জন্ম তেলেঙ্গনার নিজ়ামাবাদে। অনেক প্রতিবন্ধকতার মধ্যে থেকে উঠে এসেছেন। তিনি এমন একটি জায়গায় থাকতেন, যেখানে মেয়েদের ছোট জামাকাপড় পরাকে ভাল চোখে কেউ দেখত না। বলতে গেলে সমাজে তিনি ছিলেন এক ঘরে। কিন্তু বক্সিং লড়তে গেলে শর্টস তো পরতে হবেই। ফলে জ়ারিন যখন প্রথম বক্সিং শুরু করেছিলেন, তখন সকলেই তাঁকে অন্য চোখে দেখত। কিন্তু গত বছর জারিন বিশ্বসেরা হয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয় বার সোনা জিতে তিনি প্রমাণ করে দিয়েছেন, সমাজের সকল প্রতিবন্ধকতাকে পার করেও সফল হওয়া যায় বিশ্বমঞ্চে।

জ়ারিনের বাবা নিজে খেলোয়াড় ছিলেন। তাই তিনি চাইতেন তাঁর চার মেয়েই কোনও না কোনও খেলাকে বেছে নিক। কিন্তু প্রথম দুই মেয়ে ডাক্তারির দিকে গেলেও জ়ারিন খেলাধুলা লাইনেই আসেন। প্রথমে তিনি বেছে নিয়েছিলেন অ্যাথলেটিক্স। স্প্রিন্টে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছেন। তবে শেষ পর্যন্ত কাকার পরামর্শে বক্সিংয়ে আসেন। কারণ কাকা সামসামুদ্দিনের দুই ছেলেই বক্সার। ফলে কাকা ও দুই ভাইয়ের অনুপ্রেরণায় বক্সিং-এ আসতে তাঁর কোন অসুবিধা হয়নি। তারপর শুধু এগিয়েই চলা। ১৪ বছর বয়সেই এসেছে সাফল্য।যুব বিশ্ব বক্সিংয়ে জেতেন তিনি। গত বছর লন্ডন কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন জ়ারিন।


You might also like!