দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার ক্রিকেটার তথা এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কালীঘাট কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছেন। শনিবার সকালে মনোজ তিওয়ারি সেখানেই সূচনা পর্বে উপস্থিত থাকবেন। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগেই খেলা থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। সিএবি সংবর্ধনার দিন ঘোষণা করা হয়েছিল কোচিং এর বিষয়ে। সেই সূত্রে বেঙ্গালুরুতে কোচিং সেরে ফিরেছেন শহরে। জাতীয় একাদেমিতে "লেভেল - টু" কোচিং নেওয়া হয়েছে। এর পরবর্তী পর্যায়ের কোচিং বাকি রয়েছে। তিনি বলেন, বাংলাকে ভোলার নয়। এই অবদান ফিরিয়ে দিতে তৎপর তিনি। সেই জন্য আগামীদিনে কালীঘাটে বোলিং মেশিনও থাকবে। প্রতিভাবানেরা উঠে আসবে। দরিদ্র ও সম্ভাবনাময়দের জন্য দরজা খোলা। তাদের জন্য নানা পরিকল্পনা রয়েছে। ভূমিপূত্রদের তুলে আনতেই হবে জেলাস্তর থেকে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, ওপেন টু অল - ট্রায়াল ছিল। মহিলা খেলোয়াড়দের থেকেও সাড়া মিলেছে।