কলকাতা, ১ অক্টোবর : সুভাষ ভৌমিক। একজন কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়, ম্যানেজার এবং প্রবাদপ্রতিম কোচ। বুধবার তাঁর জন্মদিন। তিনি কলকাতার দুই প্রধান ফুটবল দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। এছাড়াও তিনি ১৯৭০ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে বহু আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে অনেক ট্রফি জিতেছেন তিনি।
১৯৭০ সালে তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি মারডেকা টুর্নামেন্টও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তার কোচিং কেরিয়ারের সেরা সাফল্য হল ২০০৩ সালে ইন্দোনেশিয়ায় আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে। সেবার তাঁর কোচিংয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। প্রাক্তন এই ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরে অসুখে ভোগার পর ২০২২ সালের ২২ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।