Game

10 months ago

Virat Kohli Scored century; মরণ-বাঁচন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে গেইলকে ছাড়িয়ে সবার ওপরে কোহলি

Virat Kholi RCB( File Picture)
Virat Kholi RCB( File Picture)

 

বেঙ্গালুরু, ২২ মে : বৃষ্টির কারণে খেলা শুরু হচ্ছিল না। খেলা শুরুর সংকেত পেতেই সবার আগে ঢুকলেন মাঠে। আর বের হলেন ইনিংস শেষ করে, অপরাজিত থেকে। মুখে তখন তাঁর দারুন হাসি। গড়লেন আইপিএল ইতিহাসের নতুন রেকর্ড। বেঙ্গালুরুর এম চিন্বাস্বামী স্টেডিয়ামে রবিবার প্রথম পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে ১৯৭ রানে পৌঁছে দিয়েছেন কোহলি। ১৩ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ৬১ বলে ১০১ রানের ইনিংস।

আইপিএলে এটি তার সপ্তম সেঞ্চুরি। টুর্নামেন্টের প্রায় দেড় যুগের ইতিহাসে তার চেয়ে বেশি তিন অঙ্কের স্বাদ পাননি আর কেউ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে ১০০ রান করে ৬ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের পাশে বসেন তিনি।

টুর্নামেন্টটিতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা স্রেফ তৃতীয় ব্যাটসম্যান কোহলি। ২০২০ সালে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে শিখর ধাওয়ান ও গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি গড়েন জস বাটলার। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির অষ্টম সেঞ্চুরি এটি। এই সংস্করণে তার চেয়ে বেশি শতক আছে কেবল গেইল (২২) ও বাবর আজমের (৯)। এছাড়া সমান ৮ সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।


You might also like!