কলকাতা, ১৮ সেপ্টেম্বর : বিদেশি ফুটবলারদের জন্য প্রতি মরশুমে আইএসএল ক্লাবগুলো কয়েকশো কোটি টাকা ব্যয় করে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের পেছনেও ক্লাবগুলো কোটি কোটি টাকা খরচ করে সেইসব দেশীয় ফুটবলার কারা। যাদের ওপর এবার নজর থাকবে।
বিশাল কয়েথ (গোলকিপার, মোহনবাগান এসজি)
গত মরশুমে আইএসএলে গোল্ডেন গ্লাভ জেতা গোলকিপারকে এবারও মোহনবাগানের রেখে দিয়েছে। গত মরশুমে তিনি সবচেয়ে বেশি সেভ করা গোলকিপারদের তালিকায় ছিলেন দুই নম্বরে। এক ডজন ম্যাচে কোনও গোল না খেয়ে নতুন নজিরও গড়েন। মোহনবাগানের আইএসএল কাপ জয়ে তাঁর অবদান ছিল অনেক। সবুজ-মেরুন শিবিরের রক্ষণ এমনিতেই যথেষ্ট শক্তিশালী। তার ওপর বিশালের মতো দুর্ভেদ্য গোলকিপার থাকা মানে প্রতিপক্ষের রাতের ঘুম চলে যাওয়া। গতবার তিনি ১৯টি গোল হজম করেছিলেন এবং ৬৭টি গোল বাঁচান।
এবারও বিশালের সামনে তাই বিশাল চ্যালেঞ্জ।