Game

1 month ago

Indian national athlete Akshdeep Singh :অলিম্পিকে হাঁটা প্রতিযোগিতায় ৬ কিমি হেঁটেই বসে পড়লেন ভারতের জাতীয় অ্যাথলিট অক্ষদীপ সিংহ

Indian national athlete Akshdeep Singh
Indian national athlete Akshdeep Singh

 

প্যারিস, ২ আগস্ট : ভারতের জাতীয় অ্যাথলিট অক্ষদীপ সিংহ অলিম্পিকে ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ৬ কিমি গিয়েই বসে পড়েছেন।অলিম্পিকের মতো প্রতিযোগিতা শেষ না করে তার এই আত্মসমর্পণ হাসির খোরাক হয়েছে সকলের কাছে, সেই সঙ্গে সমালোচনার সৃষ্টি হয়েছে জনসমাজের মধ্যে।

বৃহস্পতিবার এই প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের মিশনে নেমেছিলেন ৫০ জন অ্যাথলেট। এর মধ্যে ভারতেরই ছিলেন তিনজন। তবে কেউই সাফল্য পাননি। ভারতের বিকাশ ৩০ ও পরমজিৎ ৩৭ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। আর জাতীয় স্তরে রেকর্ড গড়া অ্যাথলিট অক্ষদীপ তো ৬ কিলোমিটার হেঁটে গিয়েই বসে পড়েছেন। তিনি দৌড়েছেন মাত্র ২৫ মিনিট!

You might also like!