Game

2 months ago

ICC WC 2023 : বিশ্বকাপে ন'টি ভেন্যুতে ভারত খেলবে, সেখানে দেশের সাফল্য কেমন দেখে নেওয়া যাক

Team India (File Picture)
Team India (File Picture)

 

মুম্বাই, ২৮ সেপ্টেম্বর : এবারের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা ৯টি ভেন্যুতে ৯টি ম্যাচ খেলবে। আর সেই ভেন্যু গুলোতে টিম ইন্ডিয়ার সাফল্যই বা কেমন? তা একবার দেখে নেয়া যাক।

চেন্নাইয়ের চিপক:চেন্নাইয়ের চিপকে এখন পর্যন্ত ১৪টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টিতে জিতেছে। এবং ৬টিতে হার। ১টি ম্যাচ অমীমংসিত।মোটামুটি জয়-পরাজয় সমান সমান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম:এর আগে এই স্টেডিয়ামে ভারত ২৫টি একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৩টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হার ৬ ম্যাচে। ১টি ম্যাচ অমীমাংসিত।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে:এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১৮টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১০টিতে জিতেছে ভারত। হেরেছে ৮টি ম্যাচ। এখানেও জয় পরাজয়ের হার প্রায় সমান সমান।

পুনের এমসিএ স্টেডিয়াম:এইচ স্টেডিয়ামে এখন পর্যন্ত ৭টি একদিনের ম্যাচে খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ভারতের জয় ৪টি, হার ৩টি।এখানেও জয়-পরাজয়ের হার প্রায় সমান সমান।

ধরমশালার এইচপিসিএ স্টেডিয়াম:এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে ২টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। তার দু’টিতেই হেরেছে ভারত। এখন পর্যন্ত এই মাঠে ভারতের পারফরম্যান্স খুবই খারাপ।

লখনউয়ের একানা স্টেডিয়াম:এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়া খেলেছে একটি মাত্র একদিনের ম্যাচ । সেটিতে হেরেছিল ভারত।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম:এর আগে ভারত ২০টি ওডিআই ম্যাচ খেলেছে। যার মধ্যে ১১টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হার ৯টি ম্যাচে। এখানেও জয়ের হার প্রায় সমান সমান।

কলকাতার ইডেন গার্ডেন্স:এর আগে এই স্টেডিয়ামে ভারত ২২টি ওডিআই ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৩টিতে জিতেছে ভারত। হার ৮টি, ১টি ম্যাচ অমীমাংসিত।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম: এর আগে এখানে ২১টি একদিনের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ১৪টিতে জিতেছিল ভারত। ৭টিতে হার।

You might also like!