Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Game

1 year ago

ACC Emerging Teams Asia Cup: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বুধে ওমানের বিরুদ্ধে ম্যাচ

Abhishek Sharma
Abhishek Sharma

 

কলকাতা, ২২ অক্টোবর : অভিষেক শর্মার অর্ধশতরান এবং রসিখ সালাম দারের বোলিংয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার রাতে ওমানের আল আমিরাতে ভারত সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারাল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ছিল ভারত।

ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। এরপর আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে ভারত জয় পায়। টসে জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ১০৭ রান করে আমিরশাহি। পাওয়ার প্লে-র মধ্যে ৪০ রানে ৫ উইকেট হারায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। রমনদীপ সিংহ ৭ রানে ২ উইকেট নেন। আমিরশাহির হয়ে রাহুল চোপড়া করেন ৫০রান। অধিনায়ক বাসিল হামিদ করেন ২২ রান। বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে।


You might also like!