Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Game

1 year ago

ACC Emerging Teams Asia Cup: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বুধে ওমানের বিরুদ্ধে ম্যাচ

Abhishek Sharma
Abhishek Sharma

 

কলকাতা, ২২ অক্টোবর : অভিষেক শর্মার অর্ধশতরান এবং রসিখ সালাম দারের বোলিংয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার রাতে ওমানের আল আমিরাতে ভারত সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারাল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ছিল ভারত।

ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। এরপর আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে ভারত জয় পায়। টসে জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ১০৭ রান করে আমিরশাহি। পাওয়ার প্লে-র মধ্যে ৪০ রানে ৫ উইকেট হারায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। রমনদীপ সিংহ ৭ রানে ২ উইকেট নেন। আমিরশাহির হয়ে রাহুল চোপড়া করেন ৫০রান। অধিনায়ক বাসিল হামিদ করেন ২২ রান। বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে।


You might also like!