Game

1 week ago

Paris Olympics 2024 : প্যারিস প্যারালিম্পিকে পঞ্চম দিন পর্যন্ত ভারতের পদকজয়ীরা

India's medal winners (symbolic picture)
India's medal winners (symbolic picture)

 

প্যারিস, ৩ সেপ্টেম্বর : মঙ্গলবার প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিন। পঞ্চম দিন পর্যন্ত ভারতের পদক জয়ীদের তালিকা।

সোনা - অবনী লেখারা - আর-২ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-১ (প্যারা শুটিং)

সোনা - নীতেশ কুমার - পুরুষদের একক এসএল-৩ (প্যারা ব্যাডমিন্টন)

সোনা - সুমিত আন্টিল: এফ৬৪ বিভাগে মিটার দূরে বর্শা ছুড়েছেন সুমিত। এর আগের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে ছিল। টোকিয়োয় এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

রুপো - মনীশ নারওয়াল - পি-১ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ (প্যারা শুটিং)

রুপো - নিশাদ কুমার - পুরুষদের হাই জাম্প টি-৪৭ (প্যারা অ্যাথলেটিক্স)

রুপো - যোগেশ কাঠুনিয়া - পুরুষদের ডিসকাস থ্রো এফ-৫৬ (প্যারা অ্যাথলেটিক্স)

রুপো - থুলসিমাথি মুরুগেসান - মহিলাদের একক এস ইউ-৫ (প্যারা ব্যাডমিন্টন)

রুপো -ব্যাডমিন্টন খেলোয়াড় তুলসীমতি। এসইউ৫ বিভাগ।

ব্রোঞ্জ - মোনা আগরওয়াল - আর-২ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ (প্যারা শুটিং)

ব্রোঞ্জ - প্রীতি পাল - মহিলাদের ১০০ মিটার টি-৩৫ (প্যারা অ্যাথলেটিক্স)

ব্রোঞ্জ - প্রীতি পাল - মহিলাদের ২০০ মিটার টি-৩৫ (প্যারা অ্যাথলেটিক্স)

ব্রোঞ্জ - রুবিনা ফ্রান্সিস - পি-২ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এস এইচ-১(প্যারা শুটিং)

ব্রোঞ্জ - মনীষা রামদাস - মহিলাদের একক এসইউ-৫ (প্যারা ব্যাডমিন্টন)।

You might also like!