Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

2 years ago

Smriti-Harman : স্মৃতি-হরমনের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত

India lost to West Indies under the power of Smriti-Harman
India lost to West Indies under the power of Smriti-Harman

 

ইস্ট লন্ডন, ২৪ জানুয়ারি  : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনবদ্য ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌরের অনবদ্য জুটি, বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৭ রানের বড় স্কোর গড়ে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১১১ রান তুলে ম্যাচ হেরে যায়।

কমনওয়েলথ গেমসের পর থেকেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেয় ভারত। এবারের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকাতেই। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকায় চলছে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের এই ত্রি-দেশীয় সিরিজ। ইস্ট লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেফালি ভার্মা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলছেন। ত্রি-দেশীয় সিরিজে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করছেন যস্তিকা ভাটিয়া। ২৩ বলে ১৮ রানে ফেরেন যস্তিকা। তিন নম্বরে নামা হরলীন দেওল ১১ বলে ১২ রানেই ফেরেন। ইনিংসের নবম ওভারে স্মৃতির সঙ্গে ক্রিজে যোগ দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এরপর শুধুই এই জুটির দাপট। স্মৃতি ৫১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। ১০টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন। ৮টি বাউন্ডারি মেরেছেন তিনি।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১১১ রান তুলে ম্যাচ হেরে যায়। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা পেসার শিখা পান্ডে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন। বোলিংয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব। দীপ্তি ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাধা যাদব ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১০ রান। অনবদ্য ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানাই।

You might also like!