Game

2 months ago

FIFA: রবিবার শুরু ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ

FIFA (Symbolic Picture)
FIFA (Symbolic Picture)

 

দোহা, ২২ সেপ্টেম্বর: ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বিভিন্ন মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে এই টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

প্রথম আসরে ম্যাচ হবে মোট পাঁচটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সরাসরি খেলবে ফাইনালে। আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল হবে কাতারের দোহায়।

এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের অকল্যান্ড সিটির ম্যাচ দিয়ে আজ রবিবার শুরু হবে আসর। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলির বিপক্ষে। এই ম্যাচের নাম আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিক প্লে অফ।

পরের ম্যাচগুলি হবে দোহায়।ডার্বি অব আমেরিকাসম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর পাচুকা এফসি।এই দুই ম্যচের জয়ী দল ১৪ ডিসেম্বর খেলবেচ্যালেঞ্জার কাপনামক ম্যাচে। এই ম্যাচের জয়ী যাবে ফাইনালে। ফাইনালে তারা খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে।

ফাইনাল ম্যাচটি হবে কাতারের জাতীয় দিবসে।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে রেকর্ডবারের চ্যাম্পিয়ন। তারা শিরোপা জিতেছে পাঁচবার।

You might also like!