
লন্ডন, ১১ ডিসেম্বর : ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচিং প্যানেলে বুধবার যোগ দিয়েছেন। দলটিতে কার্তিক মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
আইপিএলের বাইরে প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং স্টাফের সদস্য হলেন কার্তিক। মাস দুয়েক আগে লন্ডন স্পিরিটের প্রধান কোচের দায়িত্ব নেন জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক ও ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। যার কোচিংয়ে গত আইপিএলে বহু কাঙ্ক্ষিত প্রথম ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ সালের আসরে দলটির কোচিং প্যানেলে ছিলেন কার্তিকও, ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে।
