
সানসিরো, ১০ ডিসেম্বর : সান সিরোয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ সময়ে একটি ফাউলের ঘটনায় বদলে গেল ম্যাচের ফল। পেনাল্টি পেল বার্সিলোনা। আর তা থেকেই দমিনিক সোবোসলাই গোল করে বার্সিলোনাকে জয়ী করলেন।
দুই দলের যাত্রা চলছে দুইরকম। ইন্টার মিলান আছে সেরি আ'র শিরোপা লড়াইয়ে, আর লিভারপুল একের পর এক বাজে পারফরম্যান্স দেখিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়েছে। ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোলের গড়ে পাঁচ নম্বরে আছে ইন্টার মিলান। তাদের সমান ১২ পয়েন্ট আছে আরও তিন দলের।
