Game

1 year ago

BCCI:আগামী আইপিএলের নিলামে বাংলাদেশ- শ্রীলংকার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে বিসিসিআই

bcci
bcci

 

মুম্বই, ২৬ মার্চ : এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেটারদের নিয়ে আসতে যাচ্ছে চরম দুঃসংবাদ। জীনী গিয়েছে, আগামী আইপিএলের নিলামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মরসুম। আসন্ন আসরে বাংলাদেশ থেকে ৩ ক্রিকেটারের অংশ নেওয়ার কথা রয়েছে। সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজুর রহমান জার্সি জড়াবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আন্তর্জাতিক সূচি থাকায় এই তিন ক্রিকেটারকে পুরো মরসুম পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া বিগত আসরে নিলামে দল না পেলেও বদলি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত এই পেসারকে এনওসি দেয়নি। এবারও চলতি আসরে সাকিব-লিটনদের অংশ নেওয়া নিয়ে চলছে নাটকীয়তা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার অনুমুতি দিতে চাইছে না। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে আওয়ে সিরিজের আগে আবার আইপিএল ছেড়ে দেশের হয়ে খেলতে বলা হয়েছে তাদের। এই অবস্থায় সাকিব-মুস্তাফিজদের পুরো আইপিএলে সার্ভিস পাবে না ফ্র্যাঞ্চাইজিরা। তাই আসন্ন মরসুম থেকে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নিবন্ধন করা বিষয়ে কঠোর সিদ্ধান্তে নিতে পারে বিসিসিআই।

এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে এক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বলেছেন, ‘বিষয়টা এখন এমনই দাঁড়িয়েছে। আমরা তো বিসিসিআইকে কমপ্লেইন করতে পারি না! তবে এরপরের মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিরা অবশ্যই সতর্ক থাকবে তাদের (সাকিব-লিটন) দলে নেওয়ার ক্ষেত্রে।’

শুধু বাংলাদেশকে নিয়েই যে বিসিসিআই এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা নয়! এই তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। আসন্ন মরসুমে দেশটির ৪জন ক্রিকেটার অংশ নেবেন। তবে আন্তর্জাতিক সূচির কারণে তাদেরকেও শুরু থেকে পাওয়া নিয়ে রয়েছে জটিলতা।

বিসিসআইয়ের এক কর্তা বলেন, ‘এটা পুরোপুরি খেলোয়াড়দের ওপর। তারা কিভাবে তাদের বোর্ডকে রাজি করাবেন। ইংল্যান্ড-নিউজিল্যান্ড বা অন্য দেশের খেলোয়াড়রা এই পথটি খুঁজে বের করেছে, তাদের বোর্ডও বাঁধা দিচ্ছে না। আইপিএলের মান নিয়ে তো কোনো সন্দেহ নেই। এছাড়া তাদের বোর্ডও এর লভ্যাংশ পেয়ে থাকে। এখন সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়দের।’


You might also like!