দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীপাবলির আগে আজ ভূত চতুর্দশী।কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হিয় ভূত চতুর্দশী। গোটা ভারতের নানা প্রান্তের হিন্দুরা চোদ্দ রকমের শাক খেয়ে, ১৪টি প্রদীপ জ্বেলে এই বিশেষ দিনটি পালন করেন। প্রদীপের আলো, ধূপের সুগন্ধিতে ম ম করে চারিধার। দোকানের কেনা নয়, এই দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভেষজ ধূপ।
কীভাবে বানাবেন?
একটি মিক্সারে শুকনো গাঁদা ফুল, শুকনো গোলাপ, তেজ পাতা, বেশ কয়েকটা লবঙ্গ, কর্পূর, দারুচিনি, নারকেলের ছোবা দিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নিন। এবার একটি ছাঁকনির সাহায্যে শুকনো গুঁড়ো মিশ্রণটি ছেঁকে নিন।
একটি বাটিতে ওই মিশ্রণে কিছুটা চন্দনের গুঁড়ো, কিছুটা ঘি, এবং গোলাপ জল দিয়ে শক্ত করে মেখে কোণের আকারে গড়ে নিন। রাতভর শুকিয়ে জ্বালান ভেষজ সুগন্ধি ধূপ।