নদিয়া, ২২ নভেম্বর : বুধবার এবং বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে কৃষ্ণনগরের বাসিন্দারা। বিসর্জনের সময় কোনও রকম অশান্তি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন।
বুধবার সকালে ঘট বিসর্জন দিয়ে শুরু হয়। সন্ধ্যা থেকে রাতভর প্রতিমা নিরঞ্জনে ব্যাপক লোক সমাগমের সম্ভাবনা কৃষ্ণনগরের হাই স্ট্রিট চত্বর থেকে রাজবাড়ি পর্যন্ত। পুজোর দিন থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হলেও ভাসানের দিনগুলি নিয়ে অতিরিক্ত সতর্ক পুলিশ।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কৃষ্ণনগর শহরকে। নাগরিক নিরাপত্তার কথা ভেবে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। থাকছে সিসি ক্যামেরা। ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। এবারের জগদ্ধাত্রী পুজোয় ‘রেকর্ড’ জনজোয়ার দেখল কৃষ্ণনগর শহর।
কয়েকশো পুজোর মধ্যে বাছা বাছা দশটি পুজোর ভিড় নিয়ন্ত্রণ করতেই হিমশিম খেতে হয়েছে পুলিশকে। মঙ্গলবার দুপুর থেকেই আনাগোনা বাড়তে থাকে দর্শনার্থীদের। সন্ধ্যা নামতেই বাঁধভাঙা জলোচ্ছ্বাসের মতো জনতার ঢল আছড়ে পড়ে কৃষ্ণনগর শহরের মণ্ডপ থেকে মণ্ডপে। যা দেখে উদ্যোক্তারা দাবি করছেন, এ বছর শহরের জগদ্ধাত্রী পুজোর ভিড় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অশান্তির আশঙ্কায় রাতভর বেশ কয়েক জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মহিলাদের নিরাপত্তায় মোতায়েন থাকছে উইনার্স বাহিনী।