Festival and celebrations

1 week ago

Durga Puja 2024: দুর্গাপুজোতে এল ভয়াবহ তথ্য! উমার আগমন-গমনে মিলছে অশনি সংকেত

Durga Puja 2024 (Symbolic Picture)
Durga Puja 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর হাতে মাত্র ২৭ দিনের অপেক্ষা। তবে আরজিকরের ঘটনার জেরে উৎসবে সামিল হতেই পারছেন না আপামর বঙ্গবাসী। কিন্তু অনেকের দাবি, মা দুর্গা সমস্ত রকমের অশুভ শক্তিকে দমন করবে। এর পরিস্থিতিতে সামনে এল  উমার আগমন-গমনেই এল ভয়াবহ তথ্য।

আগামী ১০ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী। তার আগে ২ অক্টোবর মহালয়া, দেবীপক্ষের শুরু। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। দেবী দুর্গা ও তাঁর পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে।

পঞ্জিকার গণনা অনুযায়ী, ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। পালকিতে দেবীর আগমনকে শাস্ত্র অনুযায়ী শুভ বলা হয় না। প্রচলিত বিশ্বাস অনুসারে, এ ধরনের আগমনে বন্যা, খরা বা অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে। এতে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ফসলহানি এবং খাদ্য সংকট দেখা দিতে পারে। 

অন্যদিকে, পঞ্জিকা মতে, এবছর দেবীর গমন হবে ঘোড়ায়। এটিকেও সাধারণত অশুভ লক্ষণ হিসেবে দেখা হয়। কারণ, ঘোড়ায় গমন যুদ্ধ, সংঘাত এবং বড় ধরনের অস্থিরতার প্রতীক। সামাজিক শান্তি বিনষ্ট হতে পারে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, যার ফলে দেশজুড়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হতে পারে।

You might also like!