Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Festival and celebrations

2 years ago

NBSTC Durga puja Package 2023 : পুজো প্যাকেজে দুর্দান্ত অফার দিচ্ছে NBSTC , জেনে নিন সব তথ্য

NBSTC Durga puja Package 2023  (File Picture)
NBSTC Durga puja Package 2023 (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রথযাত্রার সাথে সাথে পূজোর ঘন্টা বেজে গিয়েছে। আকাশে বাতাসে কেমন একটা পুজো পুজো গন্ধ। অনেকেই পুজোর ছুটীতে বেড়াতে যেতে পছব্দ করেন, আপনি ও যদি ভ্রমন পিপাসু হন এবং পুজোতে কিভাবে নিজের বেড়ানো নিশ্চিত করবেন ভেবে চিন্তায় থাকেন সেক্ষেত্রে বলব চিন্তা ভুলে সময় নিয়ে পড়ে নিন এই প্রতিবেদন টি। 

আপনি যদি পুজোর ছুটিতে  দার্জিলিং, সিকিম, ডুয়ার্স বা কালিম্পঙ  বেড়াতে যেতে চান তবে দেরি না করে আজই যোগাযোগ করুন ত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) তে। পুজোতে জনসাধারনের কথা মাথায় রেখে এক অভিনব অফার এনেছে NBSTC,এবার  বিনা পয়সাতেই পুজোর ট্যুর প্যাকেজ বুকিংয়ের সুযোগ দিচ্ছে তারা। 

বিস্তারিত জেনে নিন অফারটি 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা শুরু করছে 𝗕𝗼𝗼𝗸 𝗡𝗼𝘄 𝗣𝗮𝘆 𝗟𝗮𝘁𝗲𝗿 অপশন 𝗜 অর্থাৎ এমন যদি হয়, যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু হাতে এই মুহূর্তে টাকা নেই, তাহলেও সমস্যা নেই। আপনি নিজেদের ডিটেলস দিয়ে বিনা পয়সাতেই বুকিং করে নিতে পারবেন। টাকা পরে দিলেই চলবে। মোট কথা নিজেদের যাতায়াত সুনিশ্চিত করে ফেলুন এখনই। ট্রেনে যাঁরা পছন্দের তারিখে বুকিং পাননি অথচ উত্তরবঙ্গ যেতে চান, তাঁরা এখানে ট্রাই করে দেখতে পারেন।তবে এই অফারের ক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফ থেকে ট্যুর বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফ থেকে পাহাড়ের জনপ্রিয় বেশ কিছু টুরিস্ট স্পট যাওয়ার জন্য কোনরকম অগ্রিম ছাড়াই বাসের টিকিট বুকিং করার সুযোগ সুযোগ করে দেওয়া হচ্ছে। চার মাস আগে থেকেই এই টিকিট বুকিং করে রাখা যাবে এবং এই টিকিট বুকিং চলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। 

পেমেন্ট পদ্ধতি

জুন মাস পর্যন্ত বুকিং করা অগ্রিম টিকিটের টাকার ৫০% বা অর্ধেক জুলাই মাসের ৭ তারিখের মধ্যে দিতে হবে। বাকি টাকা দিতে হবে যেদিন ভ্রমণ করা হচ্ছে তার ৩০ দিন আগে। তবে কেউ যদি চান তাহলে পুরো টাকা একবারেই মিটিয়ে দিতে পারেন।  

কীভাবে বুকিং করবেন

এই অফার পেতে এবং টিকিট বুকিং করার ক্ষেত্রে পর্যটকদের nbstc.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং করতে হবে। টিকিট বুকিং করার সময় কোনো টাকাও দিতে হবে না। দার্জিলিং, সিকিম, ডুয়ার্স, কালিম্পং সহ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াতের পুজো প্যাকেজ বুক করার অফার এনেছে এনবিএসটিসি। বিস্তারিত জানতে সাইট ভিজিট করুন। 

You might also like!