দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। জেনে নিন সেদিন নিজের বাড়িতে কতগুলি প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করবেন।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শরিক হতে আপনিও নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন বলে ঠিক করেছেন? কিন্তু তেল না ঘি, কীসের প্রদীপ জ্বালাবেন এবং কতগুলি প্রদীপ জ্বালাবেন তা বুঝে উঠতে পারছেন না? এখানে আপনার এই সমস্যার সমাধান আমরা করে দিলাম।
রামচন্দ্রকে স্বাগত জানাতে আগামী ২২ জানুয়ারি নিজের বাড়িতে ঘি-এর প্রদীপ জ্বালান। কারণ হিন্দু ধর্মে ঘি-এর প্রদীপকেই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ১১১টি অথবা ১০৮টি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। তবে এতগুসো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে প্রতি বাড়িতে অন্তত ৫টি করে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। ৫০০ বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রীরাম। প্রতিটি প্রদীপ ১০০ বছরের প্রতীক্ষার প্রতিরূপ হবে বলে জানানো হয়েছে। এদিন বাড়িতে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ ও সম্পদ লাভ করবেন বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।