Festival and celebrations

1 year ago

Chandannagar Jagadhatri Puja 2023: বিদ্যুৎ খরচ কমছে জগদ্ধাত্রী পুজোয়, স্বস্তি চন্দননগরের উদ্যোক্তাদের

Chandannagar Jagadhatri Puja 2023
Chandannagar Jagadhatri Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিদ্যুৎ খরচ কমছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। মঙ্গলবার বিদ্যুৎ বণ্টন নিগমের একটি বৈঠক হয়। সেখানে জানানো হয় অনান্য বছরের তুলনায় এবছর বিদ্যুতের জন্য খরচ কমানো হচ্ছে। ফলে লাভবান হবে পুজো কমিটিগুলো। পাশাপাশি বিসর্জনের দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সম্ভাবনা অনেকটাই কম।

প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোর আগেই প্রশাসনিক বৈঠক করা হয়। মঙ্গলবারও সেরকম বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ প্রশাসনিক আধিকারিকরা। ওই বৈঠকে বিদ্যুৎ বণ্টন নিগমের ম্যানেজার কিংকর সিং জানিয়েছেন, গতবছর প্রতি কিলোওয়াটের জন্য ২৭০ টাকা করে খরচ করতে হত। কিন্তু এবছর সেই খরচ কমিয়ে ১৮৮ টাকা করা হয়েছে।

এর পাশাপাশি জানানো হয়েছে, শোভাযাত্রার রুটে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না। শুধুমাত্র মণ্ডপ থেকে প্রতিমা বের করার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এবং প্রতিমা বেরিয়ে যাওয়ার পর লাইন সংযুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


You might also like!