Festival and celebrations

11 months ago

Durga Puja : শরতে নয় শীতেই হয় দূর্গাপুজো!রয়েছে আরো না না কাহিনী

Durga Puja (Symbolic Picture)
Durga Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত কালে ফের দূর্গাপুজোর আমেজ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে পুজো। মেতে ওঠে কচিকাচার দল। ঢাকের তালে চলে পুজো। এই ব্যাতিক্রমী পুজো দেখতে শীতের মরসুমে জলপাইগুঁড়ির রায়কত পাড়ার ভট্টাচার্য্য বাড়িতে ভিড় জমান বহু মানুষ। 

শীকালীন এই দূর্গাপুজোকে বলা হয় ক্যাতায়নী পুজো। দেবী এটিও এটি রুপ। জলপাইগুঁড়ির এই ভত্তাচার্য্য বাড়িতে ৭৭ বছর ধরে হয়ে চলেছে এই পুজো। অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙে গত মঙ্গলবার থেকে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জানা যায় ২২৮ বছর আগে  অমরেন্দ্র ভট্টাচার্য্য ঢাকার মানিকগঞ্জে প্রথম এই পুজোর সূচনা করেন। পরবর্তী সময়ে তারা জলপাইগুঁড়িতে বসতি স্থাপন করেন ও এই পুজো পুনরায় শুরু করেন। 

You might also like!