দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা দুর্গার পুত্র তথা দেবতাদের সেনা প্রধান হলেন কার্ত্তিক। দুর্গাপূজায় মা দুর্গার সাথে কার্তিক পূজিত হন। তবে কার্তিক ঠাকুরের আলাদা ঐতিহ্য এবং আলাদাভাবে পূজা অর্চনাও করা হয়। কোথাও তিনি বিখ্যাত স্কন্দ নামে, কোথাও বা মুরুগন , আবার কেউ তাকে ডাকে সুব্রহ্মণ্য নামে।যুদ্ধের দেবতা ও সকল হিন্দু দের ঘরে ঘরে পরম পূজনীয় কার্তিকেয় বা কার্তিক । যিনি পুরুষ, শিব ও আদি পরাশক্তি পার্বতীর পুত্ররূপে প্রসিদ্ধিলাভ করেছেন। তাই দেবলোকে যেখানেই যুদ্ধ হয় সেখানেই কার্তিকের ডাক পড়ে।
কার্তিক মাসের সংক্রান্তিতে হয় কার্তিকের পুজো।এবছর কার্তিক পূজা হবে১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার)। নবমী মুহুর্ত শুরু ১৭নভেম্বর ২০২৩ সকাল ৪.৩৩ টা এবং নবমীর মুহুর্ত শেষ হবে ১৮ নভেম্বর ২০২৩ সকাল ৬.০০ টা।
পুরাণে কথিত আছে যে, ব্রহ্মার বরে মহা তেজস্বী তারকাসুর কে নিধনের জন্যই নাকি পরাক্রমশালী যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল। তারকাসুর বধ করা কোন দেবতার পক্ষে সম্ভবপর হয়ে উঠছিল না, এবং তার অত্যাচারে দেবলোক একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল।ঠিক সেইসময় দৈববলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী এই দেব শিশু কার্তিক, তারকাসুর নিধন করেছিলেন। এবং এই তারকাসুর নিধন করে দেবকুলে কার্তিক হলেন দেব সেনাপতি, তাই কার্তিক পূজা হয় মহা আড়ম্বর সহকারে।ভারতীয় পুরাণ গুলির মধ্যে স্কন্দপুরাণে কার্তিকের বিষয়ে সবিস্তারে উল্লেখ করা আছে। মহাভারতে এবং তামিল সাহিত্যে ও কার্তিকের নানান মাহাত্ম্যের কথা উল্লেখিত আছে।
জানা যায় যে ব্রহ্মার বরে মহাবলী তারকাসুরের নিধনের জন্যই যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল। কেউ বধ করতে পারছিলোনা তারকাসুর কে।অত্যাচারে অতিষ্ঠ আর দৈববলে বিপুল শক্তিসম্পন্ন এই দেব শিশু কার্তিকের জন্ম হয় এবং তারকাসুর কে নিধন করেন। সেই কারণে কার্তিক ঠাকুর কে দেব সেনাপতি হিসেবে অনেকেই জানেন।এই বছরের কবে কার্তিক পূজা? জেনে নিন কেনাকাটার পাশাপাশি পূজার শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও কার্তিক পুজার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।