Festival and celebrations

2 years ago

Amarnath yatra 2023 : অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজছে জম্মু ও কাশ্মীর, সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা

Amarnath Yatra (File Picture)
Amarnath Yatra (File Picture)

 

শ্রীনগর, ৭ জুলাই : অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে জম্মু ও কাশ্মীরে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। তবে, খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার সাময়িকভাবে স্থগিত করা হল অমরনাথ যাত্রা। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এদিন অমরনাথের পবিত্র গুহার দিকে যেতে দেওয়া হয়নি কোনও পুণ্যার্থীকে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত এমনই বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে।

শুক্রবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত (বিগত ২৪ ঘন্টায়) শ্রীনগরে ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পহেলগামে ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, গুলমার্গে ০.৬ মিলিমিটার। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা কিছুটা নেমেছে শ্রীনগরে, এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!