Country

2 hours ago

Yamuna Nears Danger Mark: রাজধানীতে বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা, দিল্লিতে বন্যার আশঙ্কা!

Yamuna river has crossed danger level
Yamuna river has crossed danger level

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট : গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলিতে। আবার হরিয়ানার যমুনানগরে হথিনিকুন্ড ব্যারেজের ১৮টি গেট দুই দিন আগে খোলার পর যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। দিল্লিতে রীতিমতো ফুঁসছে যমুনা। যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে রাজধানীতে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং সেচ দফতর। মঙ্গলবার সকালে দিল্লির আইটিও এলাকায় দেখা যায়, যমুনার জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। এভাবে বাড়তে থাকলে জল লোকালয়ে ঢুকে পড়তে পারে।

You might also like!