Country

1 day ago

Delhi: আবারও সাদা ফেনায় ঢাকল যমুনা, দিল্লিতে বাতাসের গুণমান খারাপই

Yamuna covered in white foam again, air quality in Delhi poor
Yamuna covered in white foam again, air quality in Delhi poor

 

নয়াদিল্লি, ৪ নভেম্বর : দিল্লিতে কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভেসেই বেড়াচ্ছে বিষাক্ত সাদা ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। পরিস্থিতি অত্যন্ত চিন্তাজনক। দিল্লিতে বাতাসের গুণগতমানও খারাপের দিকেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল 'খুবই খারাপ'।

দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৫৪। সকালের দিকে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল ইন্ডিয়া, তিলক মার্গ, দিল্লির অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা দূষণে নিমজ্জিত ছিল। সবমিলিয়ে সোমবারও দূষণ থেকে রক্ষা পেলেন না রাজধানী বাসিন্দারা।

You might also like!