নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স মাধ্যমে জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন আহ্বানের সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন প্রসঙ্গে কিরেন রিজিজু আরও জানান, "আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এমন একটি গঠনমূলক ও অর্থবহ অধিবেশনের প্রত্যাশা করছি।"
