Country

6 days ago

Kumari Ananthan Passed Away: ৯৩ বছরে জীবনাবসান, প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা কুমারী অনন্তন

Kumari Ananthan
Kumari Ananthan

 

চেন্নাই, ৯ এপ্রিল : বর্ষীয়ান কংগ্রেস নেতা কুমারী অনন্তন প্রয়াত হয়েছেন। বুধবার ভোরে চেন্নাইয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বয়সী এই প্রবীণ নেতা হলেন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দেররাজনের বাবা। কুমারী অনন্তন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। তাঁর মরদেহ চেন্নাইতে তাঁর মেয়ের বাসভবনে জনসাধারণের শ্রদ্ধার জন্য রাখা থাকে।

বিজেপি নেতা তামিলিসাই সৌন্দরারাজনের বাবা প্রবীণ কংগ্রেস নেতা কুমারী অনন্তনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন এমডিএমকে সাংসদ ভাইকো। ভাইকো বলেছেন, "কুমারী অনন্তন ছিলেন একজন বহুমুখী ব্যক্তিত্ব, তিনি সংসদে তামিল ভাষায় প্রশ্ন জিজ্ঞাসার অধিকার চালু করেছিলেন। এটি আমাদের সবচেয়ে বড় অর্জন এবং এর কৃতিত্ব কুমারী অনন্তনকে, তিনি রাজ্য থেকে মদের ভয়াবহতা নির্মূল করার জন্য কঠোর লড়াই করেছিলেন।" তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিও তামিলিসাই সৌন্দরারাজনের বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

You might also like!