Country

1 week ago

Varanasi:তাপপ্রবাহে অতিষ্ঠ বারাণসী, কাশীতে গঙ্গার জলস্তর নামল সর্বনিম্ন স্তরে

Varanasi, Kashi hit by heat wave, Ganga water level dropped to lowest level
Varanasi, Kashi hit by heat wave, Ganga water level dropped to lowest level

 

বারাণসী : তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্য। গরমে নাস্তানাবুদ শিবনগরী বারাণসীও। এবার গরম এতটাই পড়েছে যে বারাণসীতে গঙ্গার জলস্তর অনেকটাই কমে গিয়েছে, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন।

বারাণসীতে প্রচণ্ড গরমের কারণে গঙ্গার জলস্তর এখনও পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সাধারণত জুন মাসে গঙ্গার জলস্তর থাকে প্রায় ৭০ থেকে ৮০ মিটার, যা এখন ৩০ থেকে ৩৫ মিটারে নেমে এসেছে। জলস্তর কম থাকায় ঘাট থেকে দূরে চলে গিয়েছে গঙ্গা - ভাঙা নৌকা, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা, ভাঙা পাথর ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে।

You might also like!