Country

1 week ago

Eknath Shinde : "এটা কমেডি নয় অশ্লীলতা", শিন্ডেকে নিয়ে কৌতুক প্রসঙ্গে সাইনা

Eknath Shinde
Eknath Shinde

 

মুম্বই, ২৪ মার্চ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী কুণাল কামরার বিরুদ্ধে। শিবসেনার কর্মী-সমর্থকদের রোষের মুখে পড়েছেন এই কৌতুকশিল্পী। কুণালের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর-ও দায়ের হয়েছে। এবার কুণালকে আক্রমণ করলেন শিবসেনা নেত্রী সাইনা এনসি।

সোমবার সাইনা বলেছেন, "আপনি মহারাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে 'গদ্দার' বলছেন এবং তারপর সেটিকে কমেডিকে বলছেন। এটা কমেডি নয় বরং অশ্লীলতা। এই কুণাল কামরা কে, যাকে ইউবিটি (উদ্ধব ঠাকরে শিবির) একটি বিভ্রান্তিকর কৌশল হিসেবে ভাড়া করেছে এবং পুতুল হিসেবে ব্যবহার করেছে? আপনি কি সস্তা প্রচারের জন্য এই পর্যায়েও যেতে পারেন? সম্ভবত আপনি জানেন না, একনাথ শিন্ডে একজন অটোরিকশা চালক ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন।"

You might also like!