নয়াদিল্লি, ১৯ অক্টোবর : দিল্লিতে দূষণের মধ্যেই এবার যমুনা নদীর জলও দূষিত! রবিবার সকালে কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে ভাসতে দেখা গেল বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণগতমান ছিল খারাপ, রাজধানী দিল্লি ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো চিন্তাজনক। অথচ, সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, যমুনার জল দূষণ-মুক্ত। কিন্তু, এই বিষাক্ত ফেনা ভাবিতে তুলছে দিল্লিবাসীকে।