Country

1 month ago

Narendra Modi : রাহুলকে নিশানা করে মোদী বললেন, ‘শক্তির বিনাশ হতে দেব না’,‘চ্যালেঞ্জ গ্রহণ করলাম’পাল্টা কটাক্ষ মোদীর

Prime Minister Narendra Modi and Congress leader Rahul Gandhi
Prime Minister Narendra Modi and Congress leader Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার। রাজ্য কিংবা দেশের রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করা নতুন কিছু নয়। প্রায়ই রাজনৈতিক নেতাদের বিতর্কের মন্তব্য উঠে আসে শিরোনামে, আসে পাল্টা জবাবও। এবার লোকসভা ভোটের কয়েকদিন আগে রাহুল গান্ধীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সনিয়া পুত্রের 'শক্তি' মন্তব্য নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, 'গতকাল ইস্তেহার প্রকাশ করেছে ইন্ডি জোট। শক্তিকে শেষ করার কথা বলেছে ওরা। চ্যালেঞ্জ গ্রহণ করলাম।'

রবিবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র শেষে মুম্বইয়ের শিবাজি পার্কে ইন্ডিয়া জোটের জনসভায় উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধি। সেখানেই ‘শক্তি’-র কথা তুলে ধরেন তিনি। কংগ্রেস নেতা বলেন, 'হিন্দু ধর্মে একটি শক্তি আছে। আমাদের লড়াই মোদী বা বিজেপির বিরুদ্ধে নয়, একটি শক্তির বিরুদ্ধে।' বিজেপির অভিযোগ, এই মন্তব্যে রাহুল নারী শক্তিকে অপমান করেছেন। রাহুলের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মোদী।

তেলেঙ্গানার সভায় রাহুলের ‘শক্তি’-কে নারীর প্রতীক বলে বর্ণনা করেছেন মোদী। সঙ্গে কংগ্রেস নেতার ওই মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, 'একদিকে ওরা শক্তিকে বিনাশ করার কথা বলছে। আবার অন্যদিকে, শক্তির আরাধনা করছে। কে শক্তির আশীর্বাদ পাবেন এবং কে শক্তিকে বিনাশ করবেন, তা ৪ জুনই জানা যাবে।'

রাহুলের মন্তব্যে কড়া আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। নারী শক্তিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য,  'ইন্ডি জোট শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমার কাছে দেশের প্রতি মা, মেয়ে, বোন প্রত্যেকে শক্তির রূপ। আমি তাদের শক্তি রূপে পুজো করি। আমি ভারত মাতার উপাসক।' কংগ্রেসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, 'প্রাণের বাজি লড়িয়ে আমার চ্যালেঞ্জ, শক্তির বিনাস ঘটাতে দেব না কিছুতেই।

রাহুলের দাবি ছিল, 'ইভিএম-এ কারচুপি করে বিজেপি ভোটে জিতে আসছে। সেইসঙ্গে অপব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতরের মতো কেন্দ্রীয় এজেন্সির। প্রশ্ন আসতেই পারে শক্তি কী? শুধু ইভিএম-ই নয়, দেশের প্রতিটি ক্ষেত্রে রয়েছে রাজার আত্মা। যা ইডি, সিবিআই, আয়কর দফতর সর্বত্রই রয়েছে। শুধু তাই নয় রাহুল আরও জানান, এক বর্ষীয়ান কংগ্রেস নেতা যিনি সম্প্রতি দল ছেড়েছেন তিনি সনিয়া গান্ধির কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তাঁর 'শক্তি'র বিরুদ্ধে লড়ার মতো শক্তি নেই। তাই দল ছাড়তে হল, নয়তো জেলে যেতে হত। আর রাহুলের 'শক্তি' মন্তব্যেরই কড়া সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। 


You might also like!