Country

1 month ago

Piyush Goyal:স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক : পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

নয়াদিল্লি, ২০ মার্চ : স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, "একবিংশ শতাব্দী স্টার্টআপের শতাব্দী, স্টার্টআপ এটিকে ভারতের শতাব্দীতে পরিণত করবে।" নতুন দিল্লির ভারত মণ্ডপমে গত সোমবার থেকে শুরু হয়েছে স্টার্ট আপ ক্ষেত্রে ভারতের বৃহত্তম প্রদর্শনী – স্টার্ট আপ মহাকুম্ভ।

বুধবার সমাপ্তি দিনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, "স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক। এক বিংশ শতাব্দী স্টার্টআপের শতাব্দী এবং স্টার্টআপগুলি এটিকে ভারতের শতাব্দীতে পরিণত করবে। অটল বিহারী বাজপেয়ীজি 'জয় বিজ্ঞান'-কে 'জয় জওয়ান' এবং 'জয় কিষাণ'-এর সঙ্গে একত্রিত করেছিলেন এবং এই বছর প্রধানমন্ত্রী মোদী এতে 'জয় অনুসন্ধান' যুক্ত করে উদ্ভাবনের ভূমিকাকে কেন্দ্রের মর্যাদা দিয়েছেন।"


You might also like!