নয়াদিল্লি, ৩১ জুলাই : অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া মোটেও উচিত নয়, বুধবার কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে বার্তা দিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এদিন সকালে সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, "কয়েক মাসের মধ্যেই চার রাজ্যে নির্বাচন হবে। লোকসভা নির্বাচনে আমাদের প্রতি যে সদিচ্ছা তৈরি হয়েছিল তা আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। আমাদের আত্মতুষ্টি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। 'পরিবেশ' আমাদের পক্ষে রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য বোধ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি হলফ করে বলতে পারি, লোকসভা নির্বাচনে আমরা যে প্রবণতা দেখেছি তার প্রতিফলন করে যদি আমরা ভাল পারফর্ম করি, তাহলে জাতীয় রাজনীতিতে পরিবর্তন আসবে।"
কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী আরও বলেছেন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। গত কয়েক সপ্তাহে, শুধুমাত্র জম্মু অঞ্চলেই অন্তত এগারোটি সন্ত্রাসী হামলা হয়েছে। উপত্যকায়ও একই ধরনের হামলা হয়েছে। নিরাপত্তা কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এসব জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে মোদী সরকার যে সব দাবি করছে তা নিয়ে উপহাসযোগ্য। মণিপুরে পরিস্থিতির কোনও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভ্রমণ করেন, কিন্তু মণিপুর যেতে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে নেন না।