দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই সফল হয়েছে ইসরোর চন্দ্রজয়। এবার লক্ষ্য সূর্য। সৌরযান আদিত্য এল ১ (Aditya L1) পৃথিবীর কক্ষপথে শেষ ধাপ পেরিয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান ছাড়িয়ে আদিত্য এল ১-এর লক্ষ্য এবার সূর্য। ইসরোর তরফে খবর, সোমবার ভারতীয় সময় রাত ২ টো নাগাদ পৃথিবীর পঞ্চম কক্ষপথ পার করে গিয়েছে ইসরোর আদিত্য এল ওয়ান। ট্রান্স ল্যাগরেঞ্জিয়ান পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করছে সৌরযানটি।
অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার উৎক্ষেপন হয়েছে সৌরযানটি। সূর্য ও পৃথিবীর ল্যাগরেঞ্জ পয়েন্টে গিয়ে থামবে এই মহাকাশযান। এই পথ পাড়ি দিতে সময় লাগবে ১২৫ দিন। ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১ (Aditya L1)। ইসরো (ISRO) গত ২ সেপ্টেম্বর এই সৌরযান (Sun Mission 2023) উৎক্ষেপন করেছে।