Country

3 hours ago

CHAMBA ROAD ACCIDENT: চাম্বায় খাদে গাড়ি পড়ে হত ৬, শোকপ্রকাশ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর

CHAMBA ROAD ACCIDENT
CHAMBA ROAD ACCIDENT

 

চাম্বা, ৮ আগস্ট : হিমাচল প্রদেশের চাম্বায় ৫০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চাম্বা জেলার তিসা মহকুমার চানওয়াস এলাকায় গাড়ির চাকা পিছলে যাওয়ায় তা খাদে পড়ে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ্খু। তিনি জানান, চাম্বা জেলার তিসার চানওয়াসে এক গাড়ি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। উল্লেখ্য, গাড়ি চালাচ্ছিলেন স্থানীয় এক স্কুলের শিক্ষক। তিনি তাঁর স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে ছেলেমেয়েকে বোর্ডিং স্কুল থেকে আনতে গিয়েছিলেন। মৃত্যু হয়েছে শিক্ষক, তাঁর স্ত্রী, শ্যালক, ছেলে, মেয়ে ও গাড়িতে থাকা অন্য এক আরোহীর।

You might also like!