Country

1 month ago

Sanjay raut: শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারবেন না : সঞ্জয় রাউত

Sanjay raut
Sanjay raut

 

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : একনাথ শিন্ডেকে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন, শিন্ডে যুগের অবসান হয়েছে, তা মাত্র দুই বছরের জন্য ছিল। একনাথ শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "শিন্ডের ব্যবহার এখন শেষ, তাঁকে একপাশে ফেলে দেওয়া হয়েছে। শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন না। এমনকি তাঁরা শিন্ডের দলকেও ভাঙতে পারে, রাজনীতিতে এটা সবসময়ই বিজেপির উদ্দেশ্য।"

সঞ্জয় রাউত আরও বলেছেন, "এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিস। তাঁর সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু তা সত্ত্বেও, তাঁরা ১৫ দিনের জন্য সরকার গঠন করতে পারেনি - এর অর্থ হল তাদের দল অথবা মহাযুতির মধ্যে কিছু ত্রুটি আছে। তাঁরা মহারাষ্ট্র অথবা দেশের স্বার্থে কাজ করছে না। তাঁরা নিজেদের স্বার্থপরতা থেকে একত্রিত হয়েছে।"

You might also like!