Country

1 day ago

Amit Shah: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ইতিহাসে পরিণত হয়েছে, অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ইতিহাসে পরিণত হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, মোদী সরকারের ঐক্যবদ্ধ নীতি জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদকে হটিয়ে দিয়েছে। হুরিয়তের দু'টি সংগঠন, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট এবং ডেমোক্র্যাটিক পলিটিক্যাল মুভমেন্ট, বিচ্ছিন্নতাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। অমিত শাহ আরও জানান, ভারতের ঐক্যকে শক্তিশালী করার এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই এবং এই ধরণের সমস্ত গোষ্ঠীকে এগিয়ে আসার এবং চিরতরে বিচ্ছিন্নতাবাদ ত্যাগ করার আহ্বান জানাই।

You might also like!