Country

3 hours ago

Rakshabandhan 2025: দেশজুড়ে পালিত রাখি বন্ধন উৎসব, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Daughters of PMO staff celebrate Raksha Bandhan with PM Modi
Daughters of PMO staff celebrate Raksha Bandhan with PM Modi

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব, যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। শনিবার সমগ্র দেশজুড়ে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমস্ত দেশবাসীকে রাখী বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।

You might also like!