নয়াদিল্লি, ১৭ অক্টোবর : দিল্লির বাল্মীকি মন্দিরে পুজো দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে মহর্ষি বাল্মীকি জয়ন্তীর সকালে দিল্লির মন্দির মার্গের বাল্মীকি মন্দিরে পুজো দিতে যান রাহুল। মন্দিরের অন্দরে তাঁর প্রার্থনার ছবি কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে তুলে ধরা হয়েছে।
রাহুল গান্ধী যথোচিত ধর্মীয় মর্যাদায় বাল্মীকি মন্দিরে পুজো দিয়েছেন। রাহুলের এই পুজো নিয়েই অনেকের মনে কৌতূহল বেড়েছে। দেশের বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে রামায়ণ রচয়িতার জন্মজয়ন্তী ‘পরগত দিবস’ হিসাবে পালিত হয়। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের আগে ভোট-রাজনীতিকে ‘পাখির চোখ’ করেই রাহুলের এই পদক্ষেপ কি না, তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে।